Site icon Anthropology Gurukul [ নৃবিজ্ঞান গুরুকুল ] GOLN

কেস স্টাডি ১ : টিভ সমাজে পিতৃসূত্রীয় পরিব্যাপ্ত পরিবার

কেস স্টাডি ১ : টিভ সমাজে পিতৃসূত্রীয় পরিব্যাপ্ত পরিবার

কেস স্টাডি ১ : টিভ সমাজে পিতৃসূত্রীয় পরিব্যাপ্ত পরিবার

টিভ সমাজে (Tiv Society) পরিবারের গঠন ও সামাজিক সংগঠন নৃবিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। এই সমাজে উঠান-পরিবেষ্টিত দল (Courtyard-Cluster) হলো গৃহস্থালি উৎপাদনের একক। নৃবিজ্ঞানীরা এ ধরনের পারিবারিক একককে উঠান-পরিবেষ্টিত দল বলেন, কারণ এর সদস্যদের ঘরবাড়ি, ধানের গোলা ও অন্যান্য অবকাঠামো একটি গোল অথবা ডিম্বাকৃতি উঠানকে ঘিরে সাজানো হয়।

 

কেস স্টাডি ১ : টিভ সমাজে পিতৃসূত্রীয় পরিব্যাপ্ত পরিবার

 

চিত্র ৩: উঠান-পরিবেষ্টিত টিভ পরিবারের মানচিত্র ও বংশকুল

 

 

সামাজিক ও ভৌত বিন্যাস

উঠানের কেন্দ্রে থাকে খেলার উঠান” বা সামাজিক মিলনকেন্দ্র, যা টিভ পারিবারিক জীবনের কেন্দ্রবিন্দু।

 

নেতৃত্ব ও দায়িত্ব

উঠান-পরিবেষ্টিত দলের নেতৃত্ব দেন বয়োজ্যেষ্ঠতম পুরুষ সদস্য। তার ভূমিকা বহুমুখী—

 

পারিবারিক বিন্যাস ও সদস্যপদ

দল প্রধানের সাধারণত একাধিক স্ত্রী থাকে এবং প্রতিটি স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর থাকে। এই দলভুক্ত সদস্যরা হলেন—

এছাড়া, কিছু অস্থায়ী সদস্যও থাকতে পারেন, যেমন—

 

বহুমাত্রিক সম্পর্কের কাঠামো

নৃবিজ্ঞানী পল এবং লরা বোহানান-এর মতে, প্রথম নজরে মনে হতে পারে প্রতিটি স্ত্রী ও তার সন্তান আলাদা গৃহস্থালি গঠন করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে মূল গৃহস্থালি হলো বৃহত্তর উঠান-পরিবেষ্টিত দল

 

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

নৃতাত্ত্বিক তাৎপর্য

টিভ সমাজের পিতৃসূত্রীয় পরিব্যাপ্ত পরিবারের বৈশিষ্ট্যগুলো হলো—

Exit mobile version