আজকের আলোচনার বিষয় উন্নয়ন গবেষণায় নৃবিজ্ঞানীদের অংশগ্রহণ – যা উন্নয়ন ভাবনা এবং তৃতীয় বিশ্বে গবেষণা এর অর্ন্তভুক্ত, সাধারণভাবে আপনারা জেনেছেন যে, ইউরোপ ও মার্কিনের নৃবিজ্ঞানীরা উন্নয়ন পরিকল্পনায় ও গবেষণায় যুক্ত আছেন। আর তাঁদেরকে সংক্ষেপে ফলিত নৃবিজ্ঞানী বলা হয়। কিন্তু এই ধারাটি বিশেষভাবে বেড়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নৃবিজ্ঞানীদের অংশগ্রহণের পয়লা শর্ত এবং বৈশিষ্ট্য হ’ল তাঁরা গরিব বা তৃতীয় বিশ্বের জন্য উন্নয়ন-পরিকল্পনার আবশ্যিকতা মেনে নেন। এই নৃবিজ্ঞানীরা প্রধানত জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক কাঠামোকে মঙ্গলময় হিসেবে দেখে নিয়ে এগিয়েছেন যা তাঁদের প্রতি সমালোচকদের সমালোচনার একটা বড় জায়গা।
উন্নয়ন গবেষণায় নৃবিজ্ঞানীদের অংশগ্রহণ

উন্নয়ন-নৃবিজ্ঞানীদের তৎপরতার মুখ্য দিক হ’ল: বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বকে বাড়তে না দেয়া – যেমন, ধনী এবং গরিবদের মধ্যকার দ্বন্দ্ব; – বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে প্রশমিত করা; শিল্পোন্নত এবং গরিব দেশগুলোর মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা।

ফলিত নৃবিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য নিরীক্ষা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় পরিচালিত পেরুর ভিকোস প্রকল্প। এখানে নৃবিজ্ঞানীদের বড় একটি দল বিস্তীর্ণ এলাকা জুড়ে মুরুব্বী হয়ে পড়েন। তাঁরা ব্যাপক সংস্কার কর্মসূচি চালান। এর সমালোচনা করা হয় এই বলে যে, এর মাধ্যমে চূড়ান্ত বিচারে উৎপাদকদের (মালিক) ক্ষমতা চালান দেয়া হয়েছে। ফলিত নৃবিজ্ঞানীদের এই বৈশিষ্ট্যটা আলোচনায় আসা খুবই প্রয়োজন। পৃথিবীর অধিকাংশ অঞ্চলে বিভিন্ন সংস্থায় কর্মরত ফলিত নৃবিজ্ঞানীদের কাজের এই বৈশিষ্ট্যটি চিহ্নিত করা হচ্ছে যে, তাঁরা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি এবং পরিষেবা সরবরাহ করবার একচেটিয়া কর্তৃত্ব উৎপাদনকারী গোষ্ঠীর হাতে তুলে দিতে সাহায্য করে থাকেন।

বাংলাদেশের পানীয় জল সংক্রান্ত আলোচনায়ও এরকম বিশ্লেষণ দেখা দিচ্ছে। ফলিত নৃবিজ্ঞানীরা একাধারে পানীয় জলের সমস্যার কথা বলে একটা সময়ে দেশীয় পানির ব্যবস্থা (ইঁদারা, খাসপুকুর, কূয়া) বিলোপ করেছেন। আবার, আর্সেনিক সমস্যার প্রাক্কালে বিশুদ্ধ পানির সংকটকে চিহ্নিত করে তাঁরা বোতলজাত পানির বিস্তারকে প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তা দিচ্ছেন। মুস্কিল হ’ল: এখন তাঁরা দেশীয় পানির ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেও সেই ব্যবস্থায় পুনরায় ফিরে যাবার রাস্তা বন্ধ হয়ে গেছে।
আরও দেখুনঃ
