উন্নয়নের নানান ক্ষেত্র এবং ফলিত নৃবিজ্ঞানীর বিভিন্নতা

আজকের আলোচনার বিষয় উন্নয়নের নানান ক্ষেত্র এবং ফলিত নৃবিজ্ঞানীর বিভিন্নতা – যা উন্নয়ন ভাবনা এবং তৃতীয় বিশ্বে গবেষণা এর অর্ন্তভুক্ত, উন্নয়নের প্রচলিত ধারণা ক্রমশই বিস্তার লাভ করছে। গরিব বিশ্বের সরকারেরাও এ ব্যাপারে প্রধান ভূমিকা রাখছেন। উন্নয়ন ধারণার এই বিস্তারের প্রেক্ষাপটে উন্নয়নের নানান দিক বা ক্ষেত্র সুনির্দিষ্ট করা হয়েছে।

সেটা করা হয়েছে উন্নয়ন-পরিকল্পনা নিতে যাতে সুবিধা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, দারিদ্র্য খাত, পরিবেশ খাত ইত্যাদি। রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো খাতওয়ারী এরকম ভাগ করবার মধ্য দিয়ে গবেষক ও বিশেষজ্ঞদের মধ্যেও তার প্রভাব পড়েছে।

 

উন্নয়নের নানান ক্ষেত্র এবং ফলিত নৃবিজ্ঞানীর বিভিন্নতা

 

উন্নয়নের নানান ক্ষেত্র এবং ফলিত নৃবিজ্ঞানীর বিভিন্নতা

পরিবেশ বিশেষজ্ঞ পরিবেশ সংক্রান্ত উন্নয়ন-পরিকল্পনার দায়িত্বই নেবেন, দারিদ্র্যের উন্নয়ন-পরিকল্পনা নেবেন না। এভাবে ফলিত নৃবিজ্ঞানের পরিমণ্ডলেও বিশেষজ্ঞ জ্ঞানের জন্ম হয়েছে। এই অনুযায়ী নৃবিজ্ঞানীদের নামকরণ করা হয়ে থাকে। যেমন, স্বাস্থ্য খাতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন যে সকল নৃবিজ্ঞানী, কিংবা যাঁরা বর্তমানের স্বাস্থ্য-সংকটকে আবিষ্কার করেন তাঁদেরকে বলা হয় স্বাস্থ্য বা চিকিৎসা নৃবিজ্ঞানী (medical anthropologist), কিংবা যাঁরা শিক্ষা সংক্রান্ত গবেষণা করে থাকেন তাঁদেরকে বলা হয় শিক্ষা-নৃবিজ্ঞানী। কিন্তু সমন্বিতভাবে তাঁদেরকে উন্নয়ন-নৃবিজ্ঞানী বলা হয়ে থাকে। তবে এখানে মনে রাখা দরকার, উন্নয়নের গবেষাণায় বিভিন্ন শাস্ত্রের মধ্যেকার ভিন্নতা আর তেমন ধরা পড়ে না যেমন ধরা যাক, সমাজতত্ত্ব কিংবা নৃবিজ্ঞানের ভেদাভেদ । –

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

এই পাঠের শেষ পর্যায়ে আমরা ফলিত নৃবিজ্ঞানের, কিংবা সাধারণভাবে উন্নয়ন নৃবিজ্ঞানের সমালোচনার মধ্য দিয়ে কিছু বদলের প্রসঙ্গে কথা বলব। দুটো স্পষ্ট বদলের কথা উল্লেখ করা জরুরী। এক, উন্নয়ন ধারার নৃবিজ্ঞানীদের মধ্যে একদল নৃবিজ্ঞানী নিজেদেরকে গড়ে তুলেছেন যাঁরা উন্নয়নের কপট ধারণা নিয়ে বিশ্লেষণ করে চলেছেন। তাঁদের প্রধান কাজ হচ্ছে, উন্নয়ন ধারণার ফাঁক-ফোকরগুলোকে চিহ্নিত করা, রাষ্ট্রীয়-আন্তর্জাতিক উন্নয়ন-পরিকল্পনার ক্ষয়-ক্ষতি বুঝিয়ে দেয়া এবং ক্ষমতার ফারাক আবিষ্কার করে দেয়া। এঁদের মধ্যে অনেকেই পরিবেশ নিয়ে কাজ করছেন, কেউ কেউ পুঁজিবাদ নিয়ে কাজ করছেন, কেউ কেউ আবার ঔপনিবেশিক ইতিহাস এবং বর্তমান সাম্রাজ্যবাদ নিয়ে কাজ করছেন।

 

উন্নয়নের নানান ক্ষেত্র এবং ফলিত নৃবিজ্ঞানীর বিভিন্নতা

 

দুই, ফলিত নৃবিজ্ঞানীরা এবং তাঁদের নিয়োগকর্তা সংস্থাগুলো অনেক ক্ষেত্রেই সমালোচনার মুখে এই ধারার গবেষণাকে রাজনৈতিক দিক থেকে আরও সংবেদনশীল করে তুলবার চেষ্টা করছেন। কোনও একটা উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি তাঁরা এখন নিজেরাও কিছু হিসেব করে দেখেন। তাছাড়া গবেষণা এলাকার মানুষজনের ভাবনাকেও সম্পর্কিত করা যায় কিভাবে – সে ধরনের উৎসাহ দেখা দিয়েছে। – এসব প্রচেষ্টায় নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি ও উপলব্ধিতে নানারকম বদল এসেছে। স্বাস্থ্য সংক্রান্ত নৃবিজ্ঞান (medical anthropology / anthropology of health) এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আগামী পাঠে ফলিত নৃবিজ্ঞানের একটা শাখা হিসেবে স্বাস্থ্য সংক্রান্ত নৃবিজ্ঞানের কথা উল্লেখ করব।

আরও দেখুনঃ

Leave a Comment